বাংলাদেশসহ ৪ দেশে ভারতের ফের টিকা রপ্তানি শুরু
দীর্ঘ আট মাস বিরতির পর আবারও করোনা প্রতিরোধী টিকা রপ্তানি শুরু করেছে ভারত।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই টিকা প্রথমে রপ্তানি করা হবে বাংলাদেশ, নেপাল, মিয়ানমার এবং ইরানে।
চলতি বছরের এপ্রিল-মে মাসে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় টিকা রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার।
ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনেওয়ালা বলেছেন, "আমি আশা করছি ১০ নভেম্বরের মধ্যে আফ্রিকায় টিকার প্রথম চালান পৌঁছাতে পারে। চালান শুরু হলে মাসে প্রায় ৩০ মিলিয়ন ডোজ সরবরাহ করা যেতে পারে।" অ্যাক্সিওস নিউজকে এই কথা বলেন তিনি।
ভারতে বর্তমানে কোভাভ্যাক্স, কোর্বভ্যাস, জাইকোভডি, জেনোভা, এমআরএনএ সহ আরও কিছু টিকা নিয়ন্ত্রক অনুমোদনের বিভিন্ন পর্যায়ে রয়েছে। এদিকে এসআইআই উৎপাদিত কোভাভ্যাক্স টিকার প্রথম ৫০ মিলিয়ন ডোজ এই সপ্তাহে ইন্দোনেশিয়ায় রপ্তানি করা হবে। তবে ভারতের ডিসিজিআই, ডব্লিউএইচও বা যুক্তরাষ্ট্রের এফডিএ এখনও এই টিকার অনুমোদন দেয়নি।
অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত, ভারত বায়োটেক টিকার ১১ কোটি ডোজ সরবরাহ করে; যেখানে ভারতীয় সরকারের প্রতিশ্রুতি ছিল ৪০ কোটির। এছাড়া, রাশিয়া বিশ্বব্যাপী এক বিলিয়ন টিকার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত মাত্র ৫ মিলিয়ন ডোজ সরবরাহ করেছে। ফলে, এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার একটি বড় অংশ এখনও টিকার আওতার বাইরে।