বাংলাদেশকে ১৫ লাখ ডোজ টিকা উপহার দিলো সৌদি আরব
বাংলাদেশকে ১৫ লাখ ডোজ করোনাপ্রতিরোধী টিকা উপহার দিয়েছে সৌদি আরব।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশকে এ টিকা উপহার দেওয়া হয়। দেশটির পক্ষ থেকে মোট ৩২ লাখ টিকা প্রদান করা হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, "৫ কোটি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে যার কারণে এখন দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে।"
তিনি আরও বলেন, "আমরা প্রতিদিন ১৫ লাখ মানুষকে টিকা দিচ্ছি। অধিকাংশ মানুষ টিকার আওতায় চলে এলে আমরা বুস্টার ডোজের কথা চিন্তাভাবনা করবো।"
"আমরা বিভিন্ন উৎস থেকে টিকার ২১ কোটি ডোজ কিনেছি, যার মধ্যে এখন পর্যন্ত ১১ কোটি ডোজ হাতে পেয়েছি," যোগ করেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, "সৌদি আরব বাংলাদেশে ৫ কোটি গাছ রোপণ করবে। তাদের সাথে আমাদের অনেক আগ থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।"
এছাড়াও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ১.৪ কোটি ডোজ টিকা দেবে বলে জানান তিনি।
এদিকে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দোহাইলাম বলেন, "আমরা প্রতিদিন ৪,০০০ ভিসা দিচ্ছি। চীনের কোভিড-১৯ টিকা অনুমোদনের বিষয়টি বিবেচনা করার জন্য আমি সৌদি সরকারের কাছে লিখব।"
যারা চীনে উৎপাদিত করোনাপ্রতিরোধী টিকা নিয়েছেন, বর্তমানে তাদেরকে সৌদি আরবের ভিসা দেওয়া হচ্ছে না।