বনানীতে আবার আগুন, ২ কিশোরী নিহত

রাজধানীর বনানী এলাকার একটি দশতলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই কিশোরী নিহত ও একজন নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার ভোরে বনানীর ৩নং সড়কের 'এফ' ব্লকের ৭৯ নম্বর বাড়িটির তৃতীয় তলায় অগ্নিকাণ্ডে তিনজন গৃহকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে তাদের আহত অবস্থায় ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর মিম (১৬) ও স্বপ্নাকে (১৪) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর গৃহকর্মী রিনতা (৩০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের স্টেশন কর্মকর্তা (মিডিয়া সেল) মোঃ রায়হানুল ইউএনবিকে জানান, রাত ১টা ৫৬ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীকালে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে রাত ২টা ৪০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে বনানী এলাকার চেয়ারম্যান বাড়িতে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ভবনে আনন্দ টিভির অফিসও অবস্থিত।