প্রবাস ফেরত কর্মীদের সহায়তা দিতে ডাটাবেজ চালু
দেশে ফিরে আসা প্রবাসী কর্মীদের একটি 'রিটার্নি তালিকা' প্রস্তুত করছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সেখানে আরও স্থান পাবেন আর্থিক অনটনে পড়া কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। তালিকা অনুসারেই পরবর্তীতে তাদের জন্য আর্থিক সহায়তা এবং কর্ম প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে হয়, যথাযথ নথিপত্র দেখিয়েই সরকারি সহায়তার এই ডাটাবেজে নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করে বলেন, "আজ থেকে শুরু হয়ে নিবন্ধনের প্রক্রিয়া পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত চলমান থাকবে।"
এদিকে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে, প্রবাস ফেরত কর্মীদের তাদের নিজ নিজ জেলার জনশক্তি ও কর্মসংস্থান দপ্তরে বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিবন্ধনের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে।
নিবন্ধনের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, বিএমইটি স্মার্ট কার্ডের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং সচল মোবাইল নাম্বারও প্রদান করতে হবে।