পেট্রোল পাম্প ধর্মঘট স্থগিত
রাজশাহী, বগুড়া ও খুলনা এই তিন বিভাগে জ্বালানি তেল নিয়ে চলমান পেট্রোল পাম্পের ধর্মঘট আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
ঢাকায় পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ও তিনটি তেল ডিপো কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের পর সোমবার (২ ডিসেম্বর) ধর্মঘট স্থগিতের এ সিদ্ধান্ত হয়।
জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধি নিয়ে আগামীকাল মঙ্গলবার আবারও বৈঠক হবে।
মঙ্গলবার জ্বালানি তেল বিক্রির উপর কমিশন বৃদ্ধি এবং ট্যাংক লরির ভাড়া বৃদ্ধি এই দুইটি বিষয় নিয়ে বৈঠক হবার কথা আছে।
বাকি ১৩ দফা নিয়ে আগামী ১৫ ডিসেম্বর জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপুর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক সচিবালয়ে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
পেট্রোল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশন ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির বলেন, “আমরা সরকারের আশ্বাসে আশ্বস্ত হয়েছি। আগামীকালের এবং পরবর্তী সভাগুলোয় আমাদের দাবি মানা হবে বলে আমরা আশা করছি।”
এরপর ধর্মঘট স্থগিত হওয়ায় বিভাগের পেট্রোল পাম্প ব্যবসায়ীদের কার্যক্রম পুনর্বহাল করার অর্থাৎ ট্যাংক-লরি চালানো ও জ্বালানি তেল বিক্রি শুরু করার আহ্বান জানান।
আর এই ধর্মঘটে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।
এর আগে তেল বিক্রির কমিশন বৃদ্ধি, পেট্রোল পাম্প-সংলগ্ন জমির ইজারা বাতিলসহ ১৫ দফা দাবিতে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগে সব পেট্রোল পাম্পে গত রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে পেট্রোল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশন ও ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সকাল ৬টা থেকে সব পেট্রোল পাম্পে জ্বালানি তেল বিক্রি, ডিপো থেকে উত্তোলন এবং সরবরাহ বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা।