পূর্ব সুন্দরবনে হরিণের মাংসসহ চোরাশিকারি আটক
পূর্ব সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে সাড়ে ৫ কেজি হরিণের মাংসসহ চোরাশিকারিকে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৭ নভেম্বর) সকালে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার জোড়সিংবাজার বেড়িবাধ এলাকা থেকে মো. এনামুল হোসেন (২৬) নামের ওই শিকারিকে আটক করা হয়।
আটক মো. এনামুল হোসেন খুলনা জেলার কয়রা উপজেলার গোবিন্দপুর গ্রামের তৈমুর রহমান গাজীর ছেলে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মাংসসহ এনামুলকে বজবজিয়া ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ হাসানুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেন।