পুলিশ ধরেই নিয়েছে দুর্নীতি করলে কিছু হবে না: হাইকোর্ট
শতকরা পাঁচ ভাগ পুলিশের অন্যায়, অপকর্ম ও দুর্নীতির জন্য গোটা পুলিশ বাহিনীর অর্জন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
আদালত বলেছেন, তারা ধরেই নিয়েছে দুর্নীতি করলে তাদের কিছু হবে না।
পুলিশের বিরুদ্ধে এক রিট আবেদনের ওপর শুনানির সময় সোমবার (২ ডিসেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
শুনানি শেষে আদালত রাজধানীর উত্তরা পূর্ব থানার এএসআই মোস্তাফিজুর রহমানসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে তদন্ত করতে পুলিশের আইজিকে নির্দেশ দিয়ে তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে রুল জারি করেন আদালত। আগামী ১৫ দিনের মধ্যে পুলিশের আইজিকে রুলের জবাব ও তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৭ জুন রাতে উত্তরার একটি রেস্টুরেন্টে খেয়ে বাসায় ফেরার পথে এএসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পাঁচ পুলিশ নির্যাতনের স্বীকার ইব্রাহিম খলিল ও তার সহকর্মীকে বহনকারী রিক্সাটি থামায়। এসময় ২০ হাজার টাকা না দিলে তাদের দুইজনকে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোরও হুমকি দেয়। পরে ছয় হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয় পুলিশ। বাকি টাকা নেওয়ার জন্য পরবর্তী সময়ে নানাভাবে চাপ দিতে থাকে। পুলিশের ওই ঘটনায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ভুক্তভোগীরা।