পুতির কোলে চড়ে ভোটকেন্দ্রে ৯৪ বছরের মেওয়া রাণী
বৃহস্পতিবার (১১ নভেম্বর) কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর মুগারচর ভোটকেন্দ্রে নাতির ছেলের (পুতি) কোলে চড়ে ভোট দিতে আসেন ৯৪ বছরের মেওয়া রাণী।
এ সময় তাকে ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহ দেখা যায়। মেওয়া রাণীর পুত্রবধূ লায়লা বেগম বলেন,"ভোট দেওয়ার বেশ আগ্রহ ছিল শাশুড়ির। তাই সবাই মিলে তাকে কেন্দ্রে নিয়ে আসি।"
মেঘনা উপজেলার কৃষি কর্মকর্তা ও কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমান জানান, মেওয়া রাণী বয়স্ক ও অসুস্থ হওয়ায় তাকে আগে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।
সূত্রে জানা যায়, জাতীয় পরিচয়পত্রে মেওয়া রাণীর জন্মসাল ১৯২৭। সে অনুযায়ী বয়স ৯৪ হলেও স্বজনদের দাবি তার বয়স ১০০-এরও বেশি। তিনি চোখে দেখেন না, কানেও শোনেন না। মাঝেমধ্যে ক্ষীণস্বরে একটু-আধটু কথা বলেন।
এক ছেলে, দুই মেয়ের জননী মেওয়া রাণীর স্বামী মারা গেছেন বহু আগেই। ঘরের এক কোণে পড়ে থেকেই জীবন চলছে তার। যত্ন-আত্তির হিসেব মেলানো মেলা এই নারীর মূল্য নিজের ঘরে যেমনই হোক, ভোট কেন্দ্রে অমূল্য হয়ে উঠলেন তিনি।