পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু
পাবনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মিয়াপুর হাজি জসীম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বারো বছরের বিপাশা পাল মারা যায় । সে সাঁথিয়া উপজেলায় গাঙ্গহাটি গ্রামের আনন্দ পালের মেয়ে।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাফফর হোসেন জানান, এক মাস আগে বিপাশা জ্বরে আক্রান্ত হয়। পরীক্ষা করার পর ডেঙ্গু ধরা পড়লে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ বোধ করায় ৬/৭ দিন আগে তাকে চিকিৎসকরা ছাড়পত্র দেন। তখন তার পরিবার তাকে বাড়ি নিয়ে যান। কিন্তু বৃহস্পতিবার সকালে আবারও অসুস্থ হয়ে পড়ে কিশোরীটি। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়ার সময় পথেই সকাল সাড়ে ১০টার দিকে মারা যায় সে।
এর আগে বুধবার ঢাকার একটি বেসরকারি হাসপাতেলে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তেরো বছরের ইসরা তাসকিন অস্মিতার মৃত্যু হয়।