পদ্মা-যমুনা মোহনায় জেলের জালে ৩৪ কেজি ওজনের বাঘাইড়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনার মোহনায় জেলের জালে ধরা পড়েছে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের এক বাঘাইড়। দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে ৪০ হাজার ৮০০ টাকা দিয়ে জেলের নিকট থেকে পাইকারি দরে মাছটি কিনে নেন চান্দু মোল্লা নামের এক মাছ ব্যবসায়ী।
শুক্রবার ভোরে সাদ্দাম প্রামানিক নামের এক জেলে শিকার শেষে স্থানীয় মৎস্য আড়তে ১২'শ টাকা কেজি দরে বিক্রি করেন ওই বিশাল আকৃতির বাঘাইড় মাছটি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, স্থানীয় মৎস্য আড়ত থেকে ৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের বাঘাইড় মাছটি জীবিত অবস্থায় ৪০ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কেনা হয়। পরে বাঘাইড় মাছটি ফেরিঘাটের পল্টুনে বেঁধে রাখা হয়েছে। কিছু টাকা মুনাফা আসলেই মাছটি বিক্রি করা হবে বলে জানান তিনি।