নোয়াখালীর বেগমগঞ্জে আ.লীগ ৬, স্বতন্ত্র ৮ প্রার্থীর জয়
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের ১৩২টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকার ছয় জন প্রার্থী এবং আট জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। আট জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তিন জন বিএনপি সমর্থক ও বাকি পাঁচ জন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাহাত তানভীর চৌধুরী শুক্রবার (১২ নভেম্বর) সকালে নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন ।
বিজয়ী প্রার্থীরা হলেন- নরোত্তমপুর ইউনিয়নে মো. মেহেদী হাসান (নৌকা), বেগমগঞ্জ ইউনিয়নে মো. শাইদুর রহমান (চশমা), আমান উল্যাহপুর ইউনিয়নে মো. বাহারুল আলম (ঘোড়া), আলাইয়াপুর ইউনিয়নে গিয়াস উদ্দিন পাটোয়ারী (নৌকা), গোপালপুর ইউনিয়নে মোশারেফ হোসেন (চশমা), রাজগঞ্জ ইউনিয়নে মোস্তাফিজুর রহমান (নৌকা), একলাশপুর ইউনিয়নে সাইদুর রহমান দিপু।
এছাড়া ছয়ানীতে নির্বাচিত হয়েছেন ওহিদুজ্জামান ওহিদ (আনারস), দূর্গাপুরে আবেদ সাইফুল কালাম (নৌকার), কাদিপুরে সালাহ উদ্দিন (নৌকা), কুতুবপুরে কামাল হোসেন (টেলিফোন), হাজিপুরে শাহ মো. আজিম মির্জা (নৌকা), রসুলপুরে আব্দুর রশিদ (টেলিফোন) ও শরীফপুরে নোমান ছিদ্দিকি (চশমা)।
নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপজেলার বেগমগঞ্জ ও নরোত্তমপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬৮ জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করেছেন। ১৪টি ইউনিয়নে ১ লাখ ৫২ হাজার ৩৪৮ জন নারী ও ১ লাখ ৭১ হাজার ৮৩১ জন পুরুষসহ মোট ৩ লাখ ২৪ হাজার ১৭৯ জন ভোটার ছিলেন।