নোটিশ ছাড়াই পোশাক কারখানা বন্ধের অভিযোগ
চট্টগ্রামে আগাম নোটিশ ছাড়া এনেক্স ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার অভিযোগ করেছেন শ্রমিকরা। সোমবার সকালে কারখানার নোটিশ বোর্ডে বন্ধের বিষয়টি জানতে পেরে জড়ো হয় তারা।
তবে কারখানা বন্ধের বিষয়টি অস্বীকার করেছেন মালিকপক্ষ। মঙ্গলবার থেকে কারখানা চালু হবে বলে জানান তারা। রপ্তানিমুখী কারখানাটি নগরীর দেওয়ান হাটের নওয়াব কমিউনিটি সেন্টারের পাশে অবস্থিত।
কারখানার অপারেটর মো. সবুজ বলেন, করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে জুন কারখানা বন্ধ থাকবে বলে জানানো হয়। কিন্তু হঠাৎ করে কোনো ধরনের আগাম নোটিশ ছাড়া কারখানা বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ। বিষয়টি জানতে পেরে জড়ো হয় শ্রমিকরা। নিয়ম অনুযায়ী কোনো কারখানা বন্ধ ঘোষণা করা হলে শ্রমিকদের ৩ মাস ১৩ দিনের বেতনও অন্যান্য পাওনা দিতে হয়। কিন্তু তা না করে বন্ধের নোটিশ দিয়েছে মালিক পক্ষ।
এ প্রসঙ্গে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত হোসেন বলেন, আমাদের দুইটি কারখানা ছিল। একটি কারখানা সীমিত পরিসরে চালু করেছি। এনেক্স ফ্যাশনে বিদেশি একটি অর্ডার চলমান আছে। ওই অর্ডারের কাজ শেষ হলে কী করবো বুঝতেছিনা।
তিনি আরও বলেন, এমনিতে ২৬ মার্চ থেকে জুন পর্যন্ত কারখানা বন্ধের কথা ছিল। কিন্তু সরকার হঠাৎ করে আবার কারখানা চালু করায় এবং অর্ডার বাতিল হয়ে যাওয়া বলে আমরা আগামীকাল (মঙ্গলবার) থেকে ওই কারখানা চালু করবো। কারখানার কাউকে ছাঁটাই করা হয়নি।