নেত্রকোনায় বাসভাড়া নিয়ে অসন্তোষ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নেত্রকোনা-ঢাকাসহ জেলার অভ্যন্তরীণ প্রতিটি রুটের বাস ভাড়া বাড়িয়েছে নেত্রকোনা জেলা বাস মালিক সমিতি। সোমবার সকাল থেকে বর্ধিত মূল্যের বাসভাড়া কার্যকর হচ্ছে। এ নিয়ে দেখা দিয়েছে যাত্রী অসন্তোষ।
জেলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক টিটু দত্ত রায় জানান, নেত্রকোনা-ঢাকা রুটে আগে বাসভাড়া ছিল ২৫০ টাকা। এখন তা বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ রুটে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ এবং নেত্রকোনা থেকে মদন উপজেলা সদরে যাওয়ার বাসভাড়া ১০ টাকা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিই বাসভাড়া বাড়ানোর একমাত্র কারণ বলে উল্লেখ করেন তিনি।
এদিকে নেত্রকোনা-ঢাকা রুটে ১০০ টাকা বাড়ানোয় চরম অসন্তোষ প্রকাশ করছেন বাসযাত্রীরা। সোমবার ঢাকা থেকে পারলা আন্তঃজেলা বাসস্ট্যান্ডে এসে গোলাম মোস্তাফা রেজু নামের এক যাত্রী বলেন, "১৬০ কিলোমিটার দূরত্বের ওই রুটে আগে বাসভাড়া ছিল ২৫০ টাকা। আজ অতিরিক্ত আরও ১০০ টাকা নিয়েছে।"
১০০ টাকা বৃদ্ধিকে 'অযৌক্তিক' বলে দাবি করেন তিনি।
নার্গিস আক্তার নামের এক নারী যাত্রী বলেন, "৫০ টাকা বাড়ালে তা মেনে নেয়া সম্ভব। কিন্তু ১০০ টাকা বৃদ্ধি খুবই অতিরিক্ত।"
তবে জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে ১০ টাকা করে বাড়ানোয় তেমন অসন্তোষ প্রকাশ করেননি কেউ।