নিষেধাজ্ঞার পরও ওরস, মানা করায় পুলিশের ওপর হামলা

করোনা ভাইরাস রোধে সরকারি নির্দেশ পালন করতে গিয়ে বগুড়ায় ওরসের আয়োজকদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বুধবার রাতে বগুড়া শহরের নামাজগড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই কর্মকর্তা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ছাড়া ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- বগুড়া সদর থানার পরিদর্শক নান্নু খান ও উপ-পরিদর্শক জাহিদ হোসেন।
সদর থানা সূত্রে জানা গেছে, ভাষা সৈনিক গাজিউর রহমানের পারিবারের সদস্যরা বুধবার রাতে ওই এলাকায় একটি ওরসের আয়োজন করে। জনসমাগম না করতে পুলিশ অনুরোধ করলে ওরসের আয়োজনকারীরা পুলিশের সঙ্গে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে তারা ওই দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালায়। পরে পুলিশের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।