নিভলো আরও ৮৮ জনের জীবনপ্রদীপ, নতুন শনাক্ত ৩,৬২৯
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ৮৮ জন মারা গেছেন, যাতে দেশে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ১০,৮৬৯ জনে।
গত ২০ এপ্রিল থেকে টানা তিনদিন ৯০ জনের বেশি মৃত্যুর পর আজকে ঘোষিত মৃত্যুর সংখ্যা কমলো।
মহামারি শুরুর পর ১৬ এপ্রিল থেকে টানা চারদিন রেকর্ড মাত্রায় মৃত্যু দেখে বাংলাদেশ, এরপর গত মঙ্গলবার তা ১০০- এর ঘর থেকে নেমে আসে। দেশে কোভিড মহামারি শুরুর পর সর্বোচ্চ দৈনিক প্রাণহানি ঘটে গত ১৯ এপ্রিল, এদিন ১১২ জন প্রাণঘাতী ভাইরাসের কাছে হেরে যান।
শুক্রবার সংক্রমণ হারও কমে ১৪ শতাংশে নেমেছে, সারাদেশে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৩,৬২৯ জনের মধ্যে। এর আগে ৪,০১৪টি কেস সংখ্যা নিয়ে গতকাল নাগাদ সংক্রমণ হার ছিল ১৪.৬৩ শতাংশ, আর বুধবারে ৪,২৮০ জন শনাক্ত নিয়ে এই হার ছিল ১৫.০৭ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট চিহ্নিত আক্রান্তের সংখ্যা ৭.৩৯,৭০৩ জন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে ২৫,৮৯৬টি নমুনা পরীক্ষা করা হয়।
সম্প্রতি যারা মারা গেছেন, তাদের মধ্যে ৬২ জন পুরুষ এবং ২৬ জন নারী। এদের মধ্যে ৮৭ জনই চিকিৎসাধীন অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর একজন হাসপাতালে নেওয়ার সময় মারা যান।
মৃতদের ৫৩ জন ঢাকা বিভাগের, ১৮ জন চট্টগ্রামের, পাঁচ জন ময়মনসিংহের, এছাড়া রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর বিভাগে তিন জন করে মারা গেছেন।
গেল বছরের ৮ মার্চ দেশের প্রথম করোনা শনাক্তের ঘটনা জানায় স্বাস্থ্য অধিদপ্তর, ওই বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যু সম্পর্কে জানায় দেশের জনস্বাস্থ্য কর্তৃপক্ষটি।