ধান খাওয়ায় দেড় শতাধিক বাবুই পাখির ছানা হত্যা
ক্ষেতের বোরো ধান খাওয়ার অপরাধে প্রায় দেড় শতাধিক বাবুই পাখির ছানা হত্যা করেছে এক ক্ষেতমালিকের ভাই। ঘটনাটি ঘটেছে শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের একটি জমিতে বোরো ধান চাষ করছেন হেমায়েত হোসেন মোল্লাসহ কিছু কৃষক। কিন্তু গত কয়েক দিন ধরে সেই জমির বোরো ধান খায় বিভিন্ন ধরনের পাখি। ওই জমির পাশেই দুটি তাল গাছে রয়েছে বাবুই পাখির প্রায় শতাধিক বাসা।
পাখি জমির ধান খেয়ে ফেলায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্ষেতমালিক হেমায়েত হোসেন মোল্লা। তার নির্দেশে গত ২-৩ দিন ধরে ওই গাছে থাকা বাবুই পাখির বাসাগুলো ভেঙ্গে এর ভেতর থেকে ছানাগুলো হত্যা করেন তার ছোট ভাই লুৎফর রহমান মোল্লা।
শনিবার সন্ধ্যার আগে লুৎফর রহমান মোল্লার নেতৃত্বে স্থানীয় সুভাসসহ ৩ জনে মিলে বড় একটি বাঁশ দিয়ে পিটিয়ে তালগাছে থাকা বাবুই পাখির বাসাগুলো ভেঙ্গে মাটিতে ফেলে দেন। এসময় বাসাগুলোতে থাকা বাবুই পাখির ছোট ছোট ছানাগুলোও মেরে ফেলেন তারা। এছাড়া কিছু ছানা মেরে পাশের খালে ফেলে দেন তারা।
স্থানীয় মারুফুল আজিজ জানান, 'সেখানে প্রায় দেড় শতাধিক বাবুই পাখির ছানা ছিল। ছানাগুলোর প্রায় সবই একেবারেই ছোট। মাটিতে পড়ে থাকা ২-৪টি জীবিত ছানার কাছে গেলে এখনও সেগুলো খাবারের আশায় মুখ হা করে থাকে'।
এ ব্যাপারে স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য নিগার সুলতানা বলেন, 'বিষয়টির খোঁজ নিয়েছি। বাবুই পাখির বাসা ভেঙ্গেছে শুনেছি। এতে কিছু ছানা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওখানে রবিবার (আজ) যাব'।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একরামুল শিকদার জানান, 'ওই জমির মালিক গত ২-৩ দিন ধরে ওই পাখির ছানা ও বাসা নষ্ট করছেন। এমন খবর শুনে আজ (গতকাল শনিবার) বিকালে আমরা কয়েকজন সেখানে গিয়েছিলাম। সরেজমিনে গিয়ে দেখি ৩-৪ জনে মিলে পাখির বাসাগুলো ভেঙ্গে ফেলছে। বাসায় থাকা ছোট ছোট ছানাগুলো আগুন দিয়ে পুড়িয়ে ও পানিতে ফেলে হত্যা করছে। নিষ্ঠুর এমন ঘৃণ্য কাজ একজন মানুষ করতে পারে তা আমার ভাবতেই অবাক লাগে'।
এ ব্যাপারে ইন্দুরকানী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হরিস চন্দ্র বোস জানান, 'এ ব্যাপারে কোন অভিযোগ পাই নি। বাবুই পাখি একটি বিলুপ্ত প্রজাতির পাখি। প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষার জন্য এটি রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলেরই কর্তব্য। এদের হত্যা করা একটি অমানবিক কাজ। পাখি হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া যেতে পারে'।
এ ব্যাপারে জানতে ক্ষেত মালিক হেমায়েত হোসেন মোল্লার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, 'আমার ৫০ বিঘা জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। সে সব জমির ধান নষ্ট করেছে পাখি। আমি ওই সব পাখির ছানা হত্যা করি নি। আমার ছোট ভাই কিছু বাসা ভেঙ্গেছে। আমি এ খবর শুনে তাকে গালমন্দ করেছি। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার সুনাম ক্ষুন্ন করতে এটি সাংবাদিকদের জানিয়েছে'।