দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ইকোনোমিক এডিটর আবু আনাস আর নেই

দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার ইকোনোমিক এডিটর এজেডএম আনাস আর নেই। আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে রাজধানীতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
পত্রিকাটির সিনিয়র রিপোর্টার আজিজুর রহমান রিপন এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও ইকোনোমিক রিপোর্টার্স' ফোরামের (ইআরএফ) সদস্য ছিলেন আবু আনাস। ১৮ বছরেরও বেশি সময় তিনি সাংবাদিকতায় যুক্ত ছিলেন।
এ ছাড়া, নিক্কেই, রয়টার্স, দ্য নিউ হিউম্যানিটারিয়ান ও অ্যাটলান্টিকের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও লেখালেখি করেছেন।
জলবায়ু পরিবর্তনের ওপর কাজ করে প্রথম বাংলাদেশি সাংবাদিক হিসেবে তিনি ২০১৯ সালে 'প্রিন্স অ্যালবার্ট সেকেন্ড অব মোনাকো অ্যান্ড ইউএনসিএ অ্যাওয়ার্ডস ফর কাভারেজ অব ক্লাইমেট চেঞ্জ'-এর স্বর্ণপদক লাভ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।