দোকান-পাট, শপিং মল খুলবে ১০ মে থেকে
করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে পবিত্র রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে 'সীমিত পরিসরে' আগামী ১০ মে থেকে দোকান-পাট ও শপিংমলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ মে হতে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দোকান-পাট ও শপিংমল খোলা রাখা যাবে।
এদিকে সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে দোকান-পাট আর শপিংমল খোলা রাখার ব্যাপারে একটি নির্দেশনা দেওয়া হয়।
সেখানে বলা হয়, "রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট খোলা রাখা যাবে। তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে।"
এতে আরও বলা হয়, "বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহন অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। দোকানপাট এবং শপিংমলগুলো আবশ্যিকভাবে বিকেল ৫টার মধ্যে বন্ধ করতে হবে।"