দেশে নতুন আক্রান্ত ১১২ জন, মৃত্যু ১ জনের

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে। এছাড়া একদিনেই নতুন ১১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৩৩০ জনের।
বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, মৃত ব্যক্তিটি ষাটোর্ধ্ব বয়সী একজন পুরুষ। তিনি ঢাকায় আক্রান্ত হয়েছিলেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৭০ জন পুরুষ এবং ৪২ জন নারী। এদের মধ্যে ঢাকায় ৬২ জন ও নারায়ণগঞ্জে ১৩ জন আক্রান্ত হয়েছেন। বাকিরা দেশের অন্যান্য এলাকার।
নতুন শনাক্তদের বয়স:
- ১০ বছরের কম বয়সী: ৩ জন।
- ১১ থেকে ২০ বছর: ৯ জন।
- ২১ থেকে ৩০ বছর: ২৫ জন।
- ৩১ থেকে ৪০ বছর: ২৪ জন।
- ৪১ থেকে ৫০ বছর: ১৭ জন।
- ৫১ থেকে ৬০ বছর: ২৩ জন।
- ৬০ বছরের বেশি বয়সী: ১১ জন।
অন্যদিকে, ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ঢাকায় পরীক্ষা করা হয়েছে ৬১৮টি।
তিনি জানান গত ২৪ ঘণ্টায় নতুন ২ লাখ ২২ হাজার ২৮৪টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট প্রাপ্ত পিপিই ৯ লাখ ১৩ হাজার ৫৭৬টি। এরমধ্যে প্রায় ৪ লাখ ৯৫ হাজারটি বিতরণ করা হয়েছে। বাকিগুলো মজুদ রয়েছে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম একজনের মৃত্যু হয় ১৮ মার্চ।
তিনি জানান, করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এক পলকে দেশে করোনাভাইরাসের চিত্র:
- মোট আক্রান্ত: ৩৩০ জন।
- সুস্থ হয়েছেন: ৩৩ জন।
- মারা গেছেন: ২১ জন।
- মোট কোয়ারেন্টিনে: ৬৮ হাজার ৩৩৪ জন।
- কোয়ারেন্টিন সম্পন্ন: ৫৮ হাজার ১৬৭ জন।
- আইসোলেশন: ৪৭৩ জন।
- আইসোলেশন সম্পন্ন: ৩৩৬ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে এ পর্যন্ত ১৫ লাখ ২১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৩ লাখ ৩১ হাজার ১৩২ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ হারিয়েছেন ৮৮ হাজার ৫৬৩ জন।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:
- ইতালি: ১৭ হাজার ৬৬৯ জন।
- যুক্তরাষ্ট্র: ১৪ হাজার ৭৯৭ জন।
- স্পেন: ১৪ হাজার ৯৭২ জন।
- ফ্রান্স: ১০ হাজার ৮৬৯ জন।
- যুক্তরাজ্য: ৭ হাজার ৯৭ জন।
- ইরান: ৩ হাজার ৯৯৩ জন।
- চীন: ৩ হাজার ৩৩৫ জন।
- জার্মানি: ২ হাজার ৩৪৯ জন।
- নেদারল্যান্ড: ২ হাজার ২৪৮ জন।
- বেলজিয়াম: ২ হাজার ২৪০ জন।