দেশে করোনায় আরও ৮ মৃত্যু, ৩২৬ শনাক্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮,২৭৪ জনে। এদের ভেতর ৫জন পুরুষ এবং ৩ জন নারী।
এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৩২৬ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫৪০, ৫৯২।
রবিবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
সেখানে বলা হয়, ২১০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২,৯০০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে. ৩,৮৪৮,১১৬টি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৪৬২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪৮৭,২২৯ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে। করোনাভাইরাসে সুস্থতার হার ৯০.১৩%।