দেশে করোনায় আরও একজনের মৃত্যু
করোনা ভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে আরও দু'জন মারা গেছেন। এনিয়ে এ ভাইরাসে মোট তিনজনের মৃত্যু হলো।
সব মিলে ৩৩ জনের শরীরে করোনার অস্তিত্ব পেয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে-আইইডিসিআর।
সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। আজই প্রথম অনলাইনে এ সংক্রান্ত ব্রিফিং করা হয়েছে।
ডা. মীরজাদি জানিয়েছেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে একজন চিকিৎসক এবং দু'জন নার্স রয়েছেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত ৬২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে আইসোলেটড ও করোনা রোগী রয়েছেন ৫১ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪৬ জন।
প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ৩৯৪ জন। এর মধ্যে ৯৯ হাজার ৬৬ জন সেরে উঠলেও প্রাণ গেছে ১৪ হাজার ৭৭৪ জনের।