দেশে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৩৪ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ১৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৬২১ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি ভাইরাসটি।
রোববার দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি জানান, মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সী দুইজন, ৬০ থেকে ৭০ বছর বয়সী একজন এবং সত্তরোর্ধ্ব বয়সী একজন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও তিনজন। এরমধ্যে চিকিৎসা সেবা দিতে গিয়ে আক্রান্ত হওয়া এক চিকিৎসকও রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠলেন ৩৯ জন।
অন্যদিকে, ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
তিনি আরও জানান, করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম একজনের মৃত্যু হয় ১৮ মার্চ।
এক পলকে দেশে করোনাভাইরাসের চিত্র:
- মোট আক্রান্ত: ৬২১ জন।
- সুস্থ হয়েছেন: ৩৯ জন।
- চিকিৎসাধীন: ৫৪৮ জন।
- মারা গেছেন: ৩৪ জন।
অন্যদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, রোববার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে এ যাবত প্রায় ১৭ লাখ ৮৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৪ লাখ ৫ হাজার জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে প্রায় ১ লাখ ৯ হাজার জনের।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ২০ হাজার ৫৮০ জন।
- ইতালি: ১৯ হাজার ৪৬৮ জন।
- স্পেন: ১৬ হাজার ৬০৬ জন।
- ফ্রান্স: ১৩ হাজার ৮৩২ জন।
- যুক্তরাজ্য: ৯ হাজার ৮৭৫ জন।
- ইরান: ৪ হাজার ৩৫৭ জন।
- বেলজিয়াম: ৩ হাজার ৩৪৬ জন।
- চীন: ৩ হাজার ৩৩৯ জন।
- জার্মানি: ২ হাজার ৮৭১ জন।
- নেদারল্যান্ড: ২ হাজার ৬৪৩ জন।