দেশের সব বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে দেশের সব বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধরনের সব ফ্লাইট বন্ধ থাকবে।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক। এর আগে শনিবার রাত ১২টা থেকে ১০টি দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ।
সড়ক পথ, নৌপথ ও ট্রেন বন্ধের ঘোষণার পর এবার আকাশপথে চলাচলও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো।
এর আগে, মঙ্গলবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় জানান, ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসময় ট্রাক, কাভার্ডভ্যান, ঔষধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহণ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহণ করা যাবে না।
অন্যদিকে, নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। এ বিষয়ে লঞ্চ মালিকরাও একমত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, আজ থেকেই সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। তবে মালবাহী ট্রেন চলবে।
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদুল আহসান জানিয়েছেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর, কাতার, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ভারত ও বাহরাইনের সাথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ থাকবে।