দেশের বাজারে আসছে দেশে তৈরি নকিয়া স্মার্টফোন
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে তৈরি হচ্ছে নকিয়া জি-সিরিজের হ্যান্ডসেট।
আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে 'মেড ইন বাংলাদেশ' শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানায় এইচএমডি গ্লোবাল। নকিয়ার নতুন জি-১০ ও জি-২০ মডেলের স্মার্টফোনগুলো দেশের বাজারে চালু করারও ঘোষণা দেওয়া হয় এ অনুষ্ঠানে।
এইচএমডি গ্লোবালের হেড অব বিজনেস ফারহান রশিদ, ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রকিবুল কবির এবং ইউনিয়ন গ্রুপের পরিচালক আলভী রানা এ ফোনগুলো উন্মোচন করেন।
এ সময় পরিচালক আলভী রানা বলেন, "নকিয়ার মতো একটি গ্লোবাল ব্র্যান্ডের অংশীদার হওয়া আমাদের জন্য বড় সম্মানের বিষয়। আমরা এইচএমডি গ্লোবালের নির্ধারিত ইউরোপীয় মান বজায় রেখে কারখানাটি স্থাপন করেছি।"
এইচএমডি গ্লোবালের প্যান এশিয়া প্রধান রাভি কুনওয়ার বলেন, বাংলাদেশে নোকিয়ার কারাখানা প্রবর্তনের পাশাপাশি হ্যান্ডসেটগুলো বাজারে চালু করতে পারা আমাদের জন্য একটি মাইলফলক।
জি-১০ ও জি-২০ উভয় সেটের তিন দিনের ব্যাটারি লাইফ রয়েছে, নকিয়ার যেকোনো স্মার্টফোনের জন্যই যা সর্বোচ্চ।
জি-২০ মডেলের ফোনগুলোকে সুরক্ষিত রাখার জন্য গ্রাহকরা পাবেন তিন বছরের মাসিক নিরাপত্তা আপডেট ও দুই বছরের ওএস আপডেট। এতে রয়েছে ফেস ও সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক, ছয় দশমিক পাঁচ ইঞ্চি টিয়ারড্রপ ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, যথেষ্ট স্টোরেজ এবং ওজেডও অডিও।
নোকিয়া জি-১০ মডেলে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং উন্নতমানের ইমেজিং।
জি সিরিজের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে, স্থানীয়ভাবে উৎপাদিত নোকিয়া স্মার্টফোনগুলো আমদানি করা হ্যান্ডসেটের তুলনায় ৩০ শতাংশ কম দামে পাওয়া যাবে। জি-১০ মডেলটির দাম পড়বে ১৩ হাজার ৪৯৯ টাকা এবং জি-২০ মডেলটির দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।
ভাইব্রেন্ট সফটওয়্যার (বিডি) লিমিটেড, যুক্তরাজ্য-ভিত্তিক ভাইব্রেন্ট সফটওয়্যার এবং বাংলাদেশের ইউনিয়ন গ্রুপের যৌথ উদ্যোগে বাংলাদেশে নকিয়া স্মার্টফোন তৈরির প্রথম কারখানা স্থাপন করেছে।
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির ৫ নম্বর ব্লকের দোতলায় কারখানাটি অবস্থিত। এখানে উন্নত প্রযুক্তি ও একাধিক মান নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। কারখানাটিতে বর্তমানে প্রায় ২০০ জন কর্মী কাজ করছে।
২০১৭ সালে ওয়ালটন প্রথম স্থানীয়ভাবে মোবাইল হ্যান্ডসেট উৎপাদন শুরু করে।