ত্রাণ হিসেবে ডিম পেলেন কর্মহীন মানুষ
করোনাভাইরাসের কারণে কর্মহীন পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি পোলট্রি শিল্পের ক্ষতি কমাতে বগুড়ার শাহাজাহানপুরে ত্রাণ হিসেবে শনিবার দেওয়া হয়েছে ডিম। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহবার হোসেন ছান্নু দুপুরে ১২শ' পরিবারের সদস্যদের ৫টি করে ডিম দেন। এর আগেও অবিক্রিত সবজি কিনে নিয়ে ওই এলাকায় বিতরণ করেন তিনি।
" এলাকার ১৫০টি ছোট-বড় পোলট্রিতে প্রতিদিন গড়ে যে এক লাখ ডিম উৎপাদন হয়, তা এখন বিক্রি হচ্ছে না আর এ অবস্থায় বড় অংকের লোকসান গুণছেন খামারিরা, তাই এ উদ্দ্যোগ " বললেন সোহবার হোসেন ছান্নু।
তিনি জানান, বগুড়া পৌর এলাকার দুইটি ওয়ার্ড এবং শাহজাহানপুর উপজেলার আরও ৯টি ইউনিয়ন যারা কর্মহীন তাদের প্রতিটি পরিবারে ৫টি করে মোট ৬ হাজার ডিম দেওয়া হয় ১২শ' পরিবারে।
আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামে কৃষক এরশাদুর রহমান জানান, এলাকায় ডিম সস্তা হলেও কাজ না থাকায় কেনা সঙ্গতি তার ছিল না। "চেয়ারম্যান লোক দিয়ে বাড়িতে ডিম পৌঁছে দেওয়ার চার সদস্যের পরিবারে অন্তত ২৫ দিন পর ডিম খাওয়ার সুযোগ হলো আমাদের " বলেন তিনি।