তাপস-ইশরাক-আতিক-তাবিথ: কে কোথায় ভোট দিলেন

চলছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ইশরাক হোসেন, আতিকুল ইসলাম, তাবিথ আউয়াল। চলুন দেখে নিই তারা কে কোথায় ভোট দিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ভোট দিতে শনিবার সকাল আটটায় ধানমন্ডির সিটি কলেজ কেন্দ্রে যান প্রধানমন্ত্রী। এরপর সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকা সিটিতে আমাদের দুইজন প্রাথী। আমি অবশ্য ভোটার হচ্ছি ফজলে নূর তাপসের। তাপসকে আমি ভোট দিলাম। আর উত্তরে আতিক আমাদের প্রার্থী। আমি আশা করি সেও জয়যুক্ত হবে।
শেখ ফজলে নুর তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার নিজের ভোট প্রদান করেছেন।
শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডে ডক্টর মালেকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে নিজের ভোটটি দেন তাপস। এ সময় তার সহধর্মিণী আফরিন তাপস উপস্থিত ছিলেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাপস বলেন, ‘জয়ের ব্যাপারে আমি আশাবাদী। বিপুল ভোটে বিজয়ী হব। নৌকা মার্কায় ভোট দিয়ে ঢাকাবাসী উন্নয়নের পক্ষে ভোট দিবেন। আমরা সুনির্দিষ্ট উন্নয়নের রূপরেখা দিয়েছি। আমরা জিতলে সেভাবেই কাজ করব। ’
ইশরাক হোসেন
ভোট দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
শনিবার সকাল ৮টা ৫৫ মিনিটে রামকৃষ্ণ মিশন রোডের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি তার ভোট প্রয়োগ করেন।
আতিকুল ইসলাম
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম।
রাজধানীর উত্তরায় ১ নম্বর ওয়ার্ডের নওয়াব হাবীবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আজ সকাল সোয়া ৮টায় ভোট দিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তার সঙ্গে ছিলেন সহধর্মিণী শায়লা সাগুফতা ইসলাম এবং মেয়ে বুশরা ইসলাম।
তাবিথ আউয়াল
ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
৭টা ৫০ মিনিটে রাজধানীর গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন তাবিথ আউয়াল। সঙ্গে ছিলেন তার বাবা আব্দুল আউয়াল মিন্টু, স্ত্রী স্ত্রী সওসান ইস্কান্দার।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের শক্তি জনগণ। এই জনগণের শক্তি নিয়ে আমরা সারাদিন মোবাবিলা করব। আমরা হাল ছাড়ছি না, মনোবল ভাঙছি না। আমাদের মনোবল এখনও শক্ত আছে।’
রাজধানীর দু’টি সিটি করপোরেশনে আজ সকাল ৮টায় ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোটন্দ্রে ও ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে।