ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই ফেল
এই ইউনিটের মোট ১ হাজার ৫৭০টি আসনের বিপরীতে পাস করেছে ৭ হাজার ৯৯৪ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। পরীক্ষায় পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ।
ফলাফলে দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছে।
এই ইউনিটের মোট ১ হাজার ৫৭০টি আসনের বিপরীতে পাস করেছে ৭ হাজার ৯৯৪ জন।
বুধবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।