ঢাবি প্রযুক্তি ইউনিটে পাশের হার ৬৩.৮৫%
ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত 'প্রযুক্তি ইউনিট'-এর ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
গতকাল শুক্রবার (৫ নভেম্বর) ফল প্রকাশিত হয়। 'প্রযুক্তি ইউনিট'-এর ভর্তি পরীক্ষায় সাত হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে চার হাজার ৫৭৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৬৩ দশমিক ৮৫ শতাংশ। এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে এক হাজার ৪৯৫টি।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আগামী ১৭ নভেম্বর ২০২১ থেকে ২৪ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম (চয়েজ ফরম) পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংশ্লিষ্ট কোটার ফরম ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বরের মধ্যে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে অফিস চলাকালে উল্লেখিত তারিখের মধ্যে একই অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি (১০০০ টাকা) প্রদান সাপেক্ষে ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
পরীক্ষার বিস্তারিত ফলাফল https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া, গ্রামীণফোন ব্যতীত অন্য যে কোনো মোবাইল নম্বর থেকে DU TEC ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নাম্বারে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।