ঢাকায় গেল তিন হাজার করোনার নমুনা, জট কমার আশা
চট্টগ্রামে জমে থাকা তিন হাজার করোনার নমুনা পরীক্ষার জন্য রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে পাঠিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। আজ বুধবার দুপুর ১২ টার দিকে নমুনা নিয়ে চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে একটি টিম।
সক্ষমতার চেয়ে বেশি নমুনা সংগৃহীত হওয়ায় চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) তিন হাজারেরও অধিক নমুনার জট সৃষ্টি হয়। জটের কারণে সংশ্লিষ্ট ল্যাবগুলো পাঁচ থেকে ছয় দিন আগের সংগৃহীত নমুনা পরীক্ষা করছিল।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বুধবার দুপুর ১২টায় একটি টিম তিন হাজার নমুনা নিয়ে ঢাকায় রওনা দিয়েছে। নমুনাগুলো ন্যাশনাল ইনস্টিটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে পরীক্ষা করা হবে। আগামী তিন দিনের মধ্যে নমুনার ফলাফল জানা যাবে বলে আশা করি।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ বিআইটিআইডি ল্যাবে চট্টগ্রামের প্রথম করোনা পরীক্ষা শুরু হয়। এরপর ২৫ এপ্রিল সিভাসু এবং ৯ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা চালু করা হয়। তবে কক্সবাজার মেডিকেল কলেজেও দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি উপজেলার নমুনা পরীক্ষা হয়ে থাকে।
চট্টগ্রামে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা চার হাজার ২৭৮ জন। মারা গেছে ১০২ জন।