ট্রাস্ট পরিবহনের সেই চালক গ্রেফতার
বাংলা মোটর মোড়ে ২৭ আগস্টের দুর্ঘটনায় আহত কৃষ্ণা রায়কে চাপা দেওয়া ট্রাস্ট পরিবহনের সেই গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।
পুলিশের পরিদর্শক মুহাম্মদ তারিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, রোববার রাত সাড়ে দশটার দিকে মিরপুরের কাজীপাড়া এলাকা থেকে পিবিআইএর ঢাকা মেট্রো (উত্তর) টিমের সদস্যরা তাকে প্রেফতার করেন।
২৭ আগস্ট দুপুর দুটোর দিকে ব্যাংকে যাবার জন্য বাংলা মোটর মোড়ে দাঁড়িয়ে ছিলেন বিআইডব্লিউটিএর সহকারী ম্যানেজার কৃষ্ণা রায় চৌধুরী। ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেসের ওই বাসচালক বাসটি নিয়ে মিরপুর ডিওএইচএস থেকে শাহবাগের দিকে যাচ্ছিলেন। দ্রুতগতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মোড়ের ফুটপাতে অপেক্ষমান কৃষ্ণাকে আঘাত করে।
দুর্ঘটনায় কৃষ্ণা বাঁ পায়ে ও মাথায় আঘাত পান। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার পর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল)ডাক্তাররা তাঁর জীবন বাঁচাতে তাঁর বাঁ পা-টি কেটে ফেলতে বাধ্য হন।
পরে কৃষ্ণার স্বামী রাধেশ্যাম চৌধুরী গাড়িটির চালক, সহকারী ও মালিককে আসামি করে একটি মামলা দায়ের করেন।