ট্রাক-অটোরিকশা সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ নিহত ৪
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর এলাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন; এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কলেজছাত্র ছাড়া বাকি সবাই আকিজ বিড়ি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করেন। আহতদের মধ্যে দুই অটো রিকশাচালকও রয়েছেন। হতাহতদের বাড়ি পার্শ্ববর্তী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়। রংপুর কোতয়ালী থানার ওসি সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মর্জিনা বেগম (৩৮), এজাজ আলী (৪১), রঞ্জীতা বেগম (২৭) ও শিক্ষার্থী রিপন চন্দ্র (২৫)। রিপন রংপুর কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
পুলিশ জানায়, রংপুরের হাজিরহাটের আকিজ বিড়ি ফ্যাক্টরিতে কাজ করতে রোববার সকালে কিশোরগঞ্জ উপজেলার মাগুরা গ্রাম থেকে তারা দুটি অটোরিকশায় করে রওনা দেয়। পথিমধ্যে পাগলাপীর এসে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক অটো রিকশা দুটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।
ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। চালক ও তার সহকারী পালিয়ে গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন ওসি।