টিসিবির তেল-চিনি কালোবাজারে, হবিগঞ্জে আটক ৫

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে নোমান হোসেন নামে এক ব্যবসায়ীর গুদাম থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১৯৬ বোতল সয়াবিন তেল ও ৭৩ বস্তা চিনি জব্দ করা হয়েছে।
প্রতিটি তেলের বোতল ৫ লিটার পরিমাণের এবং চিনির বস্তা ৫০ কেজির। এ সময় আটক করা হয়েছে পাঁচজনকে।
ইনাতগঞ্জ বাজারে অবৈধভাবে টিসিবির বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায় নবীগঞ্জ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন।
পাঁচ ঘণ্টার যৌথ অভিযানে নোমান হোসেনের মালিকানাধীন কয়েকটি গুদাম ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে টিসিবির তিন হাজার ৬৫০ কেজি চিনি ও এক হাজার পাঁচ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এসময় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধ ভারতীয় সিগারেটও জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে নোমান হোসেন পালিয়ে গেছেন।
আটককৃতরা হলেন- নোমান হোসেনের ছোট ভাই আমান হোসেন এবং চার কর্মচারী লিংকন রায়, সিরাজ মিয়া, আবদুল কালাম ও আবুল কালাম। আটককৃতদের জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, বাজারটি একইসঙ্গে হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় অবস্থিত হওয়ায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে ওই বিপুল পরিমাণ টিসিবি পণ্য উদ্ধার করি।