টিকিটের দাবিতে ফের সড়কে সৌদি প্রবাসীরা
প্লেনের টিকিটের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন কয়েকশো প্রবাসী বাংলাদেশি শ্রমিক।
মঙ্গলবারের আন্দোলনের পর বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে কারওয়ান বাজার মোড় অবরোধ করে শুরু হওয়া এই বিক্ষোভের ফলে সৃষ্টি হয় তীব্র যানযটের।
আন্দোলনকারীরা বলছেন, সৌদি এয়ারলাইনসের ১৫ সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি এবং ২৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালু করার কথা ছিল। কিন্তু সেই ফ্লাইট চালু হয়নি।
তাদের দাবি, করোনাভাইরাসের কারণে অনেকে দেশে এসে আটকা পড়েছেন। ইতিমধ্যে অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আরও অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়ে যাবে। তাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে যেন সৌদিতে যেতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে।
বিক্ষোভরত প্রবাসীদের একজন বলেন, "আমরা বেশ কিছু দাবি নিয়ে এসেছি। আমাদের প্রধান দাবি হলো আকামা, ভিসার মেয়াদ বৃদ্ধি করা। দ্বিতীয় দাবি হলো, আমরা অনেকেই রিটার্ন টিকিট নিয়ে এসেছি। আমরা যেন সেই টিকিটে ফিরে যেতে পারি। তৃতীয় দাবি হলো, আমাদের টিকিটের মূল্য যেন বেশি রাখা না হয়। অন্যান্য এয়ারলাইন্স যেন হয়রানি না করে।"