জেলে বসেই পরীক্ষা দিলেন ঢাবিতে ভর্তিচ্ছু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার (২ অক্টোবর)। কারাগার থেকে এ পরীক্ষায় অংশ নিয়েছেন একজন ভর্তিচ্ছু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালতের রায়ের মাধ্যমে ওই ভর্তিচ্ছু শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিলে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা গ্রহণ করে।
পরীক্ষা নেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এসএম মাছুম বাকী বিল্লাহ এবং প্রক্টর অফিসের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে জানান অধ্যাপক রাব্বানী।
তবে ওই শিক্ষার্থীর গোপনীয়তা রক্ষার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পরিচয় প্রকাশ করেনি।
এর আগে বিশ্ববিদ্যালয়ের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গতকাল শুক্রবার। সেদিনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক কোভিড-আক্রান্ত প্রার্থীর পরীক্ষা গ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয় 'ক' ইউনিটের পরীক্ষার মাধ্যমে।
শনিবার 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষায় ২,৩৭৮টি আসনের জন্য সর্বমোট ৪৭,৬৩২ জন পরীক্ষার্থী অংশ নেন।