জেএমবি’র ভারপ্রাপ্ত আমীর গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমীর রেজাউল হক রেজা ওরফে তানভীর মাহমুদ শিহাবকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা তাকে গ্রেপ্তার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী রেজাউল হক জানিয়েছে, সে জেএমবির বর্তমান ভারপ্রাপ্ত আমীর এবং দাওয়া ও বায়তুল মাল বিভাগের প্রধান। তিনি মূলত জামাতুল মুজাহিদিন এর আমীর সালাউদ্দিন সালেহীন এর নির্দেশে বাংলাদেশে জেএমবি'র কার্যক্রম পরিচালনা করেন।"
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "২০০৫ সালে সারা দেশে ঘটে যাওয়া সিরিজ বোমা হামলায় তার সংশ্লিষ্টতা থাকায় তাকে একই সালে গ্রেপ্তার করা হয় এবং ২০১৭ সালে জামিন পেয়ে তিনি পুনরায় জেএমবি'র কার্যক্রমে জড়িত হন। তার বিরুদ্ধে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা তদন্তাধীন রয়েছে।"