ছোটদের জন্য ‘ইকরিমিকরি’
২০১৬ সালে যাত্রা শুরু করার পর প্রতি বছর শিশুদের জন্য রঙিন রঙিন বই প্রকাশ করছে 'ইকরিমিকরি'। গল্প, কবিতা, ছড়া, লোককাহিনী, কমিক, রূপকথার বইয়ের পাশাপাশি এবার তারা নিয়ে এসেছে অক্ষর চেনার বই। এছাড়া মাসিক পত্রিকা ‘ইকরিমিকরি’ তো রয়েছেই। এবারের বইমেলায় 'ইকরিমিকরি'র স্টলও সেজেছে রঙিন সাজে। মেঘের সিঁড়ি, সূর্য আর সাদা পাখির পাশাপাশি বর্ণিল প্রজাপতির ডানা দেখে মনে হবে যেন রূপকথার রাজ্য এ এক!
এ পর্যন্ত প্রায় ৬৫টির বেশি বই প্রকাশ করেছে প্রকাশনীটি। সব বই-ই শিশুদের জন্য। তারা যেন নিজে নিজে পড়তে পারে, তাই বইগুলোতে যুক্তাক্ষর যতটা সম্ভব পরিহার করা হয়েছে। আর প্রতিটি পৃষ্ঠা সাজানো হয়েছে রঙিন অলঙ্করণে। সৈয়দ শামসুল হক, সুকুমার বড়ুয়া, ইমদাদুল হক মিলন, রফিকুন নবী, ধ্রুব এষ, আহমেদ রিয়াজ, তুষার আবদুল্লাহ, সাইদুস সাকলায়েন, কাকলী প্রধান, আশিক মুস্তাফা, ফারজানা তান্নী, সাদিকা রুমন, সানজিদা সামরিনসহ আরও অনেকেরই বই পাওয়া যাচ্ছে এখানে। ছবি এঁকেছেন দেওয়ান আতিকুর রহমান, সব্যসাচী মিস্ত্রী, সারা টিউন, চিন্ময় দেবর্ষী, বিপ্লব চক্রবর্তী, নাজমুল আলম মাসুম, মানব, শামীম আহমেদসহ আরও অনেকে।
এই বইমেলায় 'ইকরিমিকরি'র নতুন বইয়ের মধ্যে রয়েছে ধ্রুব এষের ‘বই অং বং চং’ ও ‘ভারি মজা তো!’, সাইদুস সাকলায়েনের ‘সবাই মিলে নাচি’, আনীলা পারভীনের ‘অস্ট্রেলিয়ার রূপকথা’, সানজিদা সামরিনের ‘আফ্রিকার রূপকথা’, রুশিদান ইসলামের 'ছড়া চাই ছড়া', মোজাম্মেল হক নিয়োগীর 'পাখিদের খুশির দিন' প্রভৃতি।
বইগুলো দেখতে চাইলে ঢুঁ মারতে হবে বইমেলার ৭৭৫-৭৭৬ নম্বর স্টলে।