চুরির উদ্দেশ্যেই ইউএনও'র ওপর হামলা: র্যাব
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন আসাদুল হক (৩৫), নবিরুল ইসলাম (৩৪) ও শ্রী সান্টু কুমার বিশ্বাস (২৮)। তাদের বাড়ি ঘোড়াঘাট উপজেলাতেই।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রংপুর র্যাবের অধিনায়ক রেজা আহমেদ প্রেস ব্রিফিংয়ে জানান, চুরির উদ্দেশ্যে নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের বাড়িতে প্রবেশ করেছিলেন ওই তিনজন। সিসিটিভি ফুটেজ দেখে, পরনের খয়েরি রঙের শার্টের সূত্র ধরে আসাদুল হককে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী নবিরুলকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় নিবিড়ভাবে তদন্ত চলছে।
এদিকে আহত ওমর আলী শেখ জানান, তার মেয়েকে মারার উদ্দেশ্যেই দুষ্কৃতিকারীরা গ্রিল কেটে বাসায় ঢুকেছিল।
উল্লেখ্য, গত বুধবার মাঝরাতে ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসায় হামলার ওই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার মাঝ রাতে আসাদুল হককে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী আরও দুজনকে গ্রেপ্তার করে র্যাব।
আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান র্যাবের অধিনায়ক রেজা আহমেদ।