চীন থেকে তুলার পরিবর্তে এলো বালু

চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সৈয়দ ট্রেডার্স চীন থেকে আমদানি করেন তুলা। চট্টগ্রাম বন্দর থেকে ওই চালান চলে যায় কিউএনএস নামের আইসিডিতে (ইনল্যান্ড কন্টেইনার ডিপো)। মঙ্গলবার নগরীর ইপিজেড এলাকায় অবস্থিত আইসিডিতে ৪০ ফুট সাইজের কন্টেইনার ভর্তি ওই পণ্যচালানটি কাস্টমস কর্মকর্তারা পরীক্ষার পর দেখতে পান ৯১৬টি ব্যাগ ভর্তি ২০ টন বালু।
তুলা আমদানির ঘোষণা দিয়ে বালু নিয়ে আসার ঘটনার পেছনে আমদানিকারকের মানি লন্ডারিং এর অসৎ উদ্দেশ্য ছিলো নাকি চীনের রপ্তানিকারক প্রতারণা করেছে, বিষয়টি খতিয়ে দেখছে চট্টগ্রাম কাস্টম হাউজের কর্মকর্তারা।

কাস্টম হাউজের অডিট ইনভেস্টিগেশন এন্ড রিসার্স (এআইআর) ইউনিটের উপ কমিশনার নুর উদ্দিন মিলন বলেন, চীন থেকে ৩০ লাখ টাকা মূল্যের তুলা আমাদানি করে মেসার্স সৈয়দ ট্রেডার্স। গত ১৬ অক্টোবর ওই চালানটি খালাস নিতে চট্টগ্রাম কাস্টম হাউজে বিল অব এন্ট্রি দাখিল করে সিএন্ডএফ এজেন্ট এসজিএস কোম্পানী। মঙ্গলবার কিউএনএস ডিপোতে চালানটির শতভাগ কায়িক পরীক্ষার সময় দেখা যায় কন্টেইনারে তুলার পরিবর্তে ৯১৬ টি ব্যাগ ভর্তি বালু। চালানের নমুনা পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে।
এই ঘটনায় মানি লন্ডারিংয়ের ঘটনা ঘটেছে নাকি আমদানিকারক প্রতারিত হয়েছে তা পরবর্তীতে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ৯ অক্টেবার বুধবার ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান এনজেড এক্সোসোরিজের চীন থেকে সুতা আমদানির ঘোষণায় নিয়ে আসা একটি চালানেও বালু পাওয়া যায়।