চীনে কাঁকড়া রপ্তানি চালুর দাবি
চীনে কাঁকড়া রপ্তানি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতি।
মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কাঁকড়া ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাসুদেব মন্ডল, সাংগঠনিক সম্পাদক আনন্দ ঘোষ, কোষাধ্যক্ষ পরিতোষ বিশ্বাস, কাঁকড়া চাষী আনারুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতুসহ অনেকে।
কাঁকড়া ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বলেন, 'করোনা পরিস্থিতিতে দেশের অন্যতম অর্থকরি শিল্প কাঁকড়া রপ্তানি বন্ধ হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্টরা। অনেকের জীবিকার পথ বন্ধ হয়ে গেছে। কাঁকড়া চাষী ও ব্যবসায়ীরা কোটি কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন। আমরা চাই চীনে কাঁকড়া রপ্তানি চালু হোক।'
'অন্যান্য দেশে বর্তমানে সামান্য কাকড়া রপ্তানি চালু হলেও চীনে কাকড়া রপ্তানি চালু না হলে ক্ষতির শেষ থাকবে না ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের। যে পরিমাণ কাঁকড়া বিদেশে রপ্তানি হয় তার সিংহভাগ রপ্তানি হয় চীনে,' বলেন তারা।
বক্তারা আরও বলেন, 'সাতক্ষীরায় কাঁকড়া শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে প্রায় দুই লাখ মানুষ। বাংলাদেশে করোনা প্রাদুর্ভাব শুরুর সময় থেকে এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। উপায় না পেয়ে বিভিন্ন পেশা বেছে নিচ্ছেন অনেকে। আমরা চীনে কাঁকড়া রপ্তানি চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।'
মানববন্ধনে জেলার শ্যামনগর, কালীগঞ্জ, দেবহাটা, আশাশুনিসহ বিভিন্ন উপজেলার কয়েক'শ কাঁকড়া চাষী ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।