চীনা নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশ
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের আগামী এক মাস চীন ভ্রমণে নিষেধাজ্ঞা জারির কথা বলেন মন্ত্রী

করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে চীনা নাগরিকদের ‘অন অ্যারাইভাল ভিসা’ দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
রোববার সকালে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এই তথ্য জানান। এছাড়াও বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের আগামী এক মাস চীন ভ্রমণে নিষেধাজ্ঞা জারির কথা বলেন মন্ত্রী।
চীনে উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এরই মধ্যে আড়াইশ ছাড়িয়ে গেছে, আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। শনিবার পর্যন্ত চীনে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেছে।