চা বাগানে করোনা আক্রান্ত শিশুর মৃত্যু

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনায় আক্রান্ত ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় করোনা হাসপাতালের আইসোলেশন সেন্টারে শিশুটির মৃত্যু হয়। শিশুটি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একটি চা বাগানের বাসিন্দা।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যার কিছু আগে শিশুটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসে করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হয়।
তিনি আরও জানান, পাঁচ বছরের এ শিশুটি দীর্ঘদিন থেকে লিভারের সমস্যায় ভুগছিল। এ সমস্যা নিয়ে তার পরিবার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
এসকল হাসপাতাল থেকে শিশুটি করোনা সংক্রমিত হতে পারে ধারণা করে আরএমও বলেন, বিকেলে হবিগঞ্জ থেকে ফোন করে জানানো হয় করোনা পজিটিভ একটি শিশুকে সিলেটের প্রেরণ করা হচ্ছে। পরে সন্ধ্যার দিকে শিশুটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পৌঁছার কিছুক্ষণ পরই মারা যায়।
করোনা সংক্রমণ ঠেকাতে দেশে যখন অঘোষিত লকডাউন চলছে তখনও চা বাগানগুলোতে ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম। চা বাগান শ্রমিকদের পক্ষ থেকে বাগান বন্ধের দাবি জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। এ অবস্থায় করোনা আক্রান্ত হয়ে চা বাগানের এক শিশুর মৃত্যু হলো।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, শিশুটির মরদেহ সংক্রমণ বিধি অনুযায়ী সৎকার করা হবে।