করোনা সতর্কতায় চা দোকান বন্ধ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসমাবেশ এড়াতে উপকূলীয় এলাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সমস্ত চায়ের দোকান বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার সকাল থেকে উপজেলাব্যাপী সকল চায়ের দোকানগুলো বন্ধ রাখার জন্য নির্দেশনা জারি করা হয়। তবে উপজেলা পরিষদ চত্বরের মধ্যেই চায়ের দোকান খুলে কেনাবেচা করছেন এক দোকানি।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার গিফারী বলেন, সকাল থেকে উপজেলাব্যাপী সকল চায়ের দোকান বন্ধ রাখার জন্য অনুরোধক্রমে নির্দেশনা দেওয়া হয়েছে। জনসমাগম হয় এমন সকল স্থান বন্ধ করতে বলা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরের মধ্যেই চায়ের দোকান খোলা রয়েছে কেন এমন প্রশ্নে তিনি বলেন, খোঁজ নিচ্ছি। হয়তো নির্দেশনা এখনো তিনি জানতে পারেননি।
আবুজার গিফারী বলেন, আজ সবাইকে চায়ের দোকান বন্ধ রাখতে অনুরোধ করছি। আগামীকাল থেকে ব্যবস্থা নেওয়া হবে।