চলমান কঠোর লকডাউন বাড়ানোর পরামর্শ সচিবদের
দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ২১ এপ্রিল শেষ হতে যাওয়া চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা।
আজ (সোমবার) মন্ত্রীপরিষদ সচিবের সভাপতিত্ব বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্তকে একটি প্রস্তাব আকারে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে, দিনের শুরুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। ঈদের আগে লকডাউন শিথিল করা হতে পারে বলেও জানান তিনি।
এদিকে, চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহের জন্য বাড়ানোর পরামর্শ দিয়েছে কোভিড ১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
গতকাল (রোববার) রাতে এক বৈঠকের পর কমিটি জানায়, বর্ধিত লকডাউনের শেষ দিকের পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় দেশে করোনাভাইরাস সংক্রমণের অবস্থা ও প্রতিরোধে গৃহীত পদক্ষেপ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সারাদেশে কোভিড-১৯ এর উচ্চ সংক্রমণ ও ক্রমবর্ধমান মৃত্যুতে সভা উদ্বেগ প্রকাশ করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কমপক্ষে দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন সুপারিশ করেছিল।
সরকার ইতোমধ্যে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের লক ডাউন ঘোষণা করেছে। কমিটি এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে। তবে দুই সপ্তাহের কম লকডাউনে কার্যকর ফলাফল আশা করা যায় না।