চট্টগ্রাম সিটি নির্বাচন ২৯ মার্চ
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। রোববার নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে। ইভিএম পদ্ধতিতে এ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ মার্চ ও প্রত্যাহার ৮ মার্চ। প্রতীক বরাদ্দ করা হবে ৯ মার্চ।
নির্বাচন কমিশন সচিব জানান, বগুড়া-১ ও যশোর-৬ আসনেও একই দিন উপনির্বাচন হবে।
গত শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় চসিক নির্বাচনে বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীনকে বাদ দিয়ে নৌকার প্রার্থী করা হয়েছে নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে।
রেজাউল করিম চৌধুরী ইতোপূর্বে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত। ছাত্রাবস্থায় তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নে চেয়েছিলেন বর্তমান নাছিরসহ ১৯ নেতা।