চট্টগ্রামে ৩২ হাজার পরিবার পাবে সরকারি সহায়তা

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কট মোকাবেলায় চট্টগ্রামের ৩২ হাজার হতদরিদ্র পরিবারকে সরকারের পক্ষ থেকে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।
এসব পরিবারে মাঝে বিতরণ করা হবে ১৭০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকার নগদ অর্থ সহায়তা। এর মধ্যে ১৭ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল ও ১৫ হাজার পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী বলেন, অস্বচ্ছল গরীব ৩২ হাজার পরিবারকে ত্রাণ দেওয়া হবে। ১৫টি উপজেলা ও নগরে এসব ত্রাণ বিতরণ করা হবে।
এদিকে চট্টগ্রামে এখন পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, দুটি হাসপাতালে ১৫০টি বেড প্রস্তুত করা হয়েছে। হোম কোয়ারেন্টিনে রয়েছেন প্রায় ৯০০ জন।