চট্টগ্রামে সালিশি বৈঠকে যুবক খুন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গ্রাম্য সালিশি বৈঠক চলাকালে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম দোভাষ (২১) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুইদ্দারটেক এলাকার বানুর বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দোভাষ স্থানীয় আহমদ হোসেনের পুত্র। ঘটনার পর স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দিয়েছেন।
চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আরেফিন জুয়েল বলেন, ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুইদ্দারটেক বানুর বাপের বাড়িতে মোহাম্মদ সেলিমের ঘর থেকে ফ্যান, মোটর, অলংকারসহ বিভিন্ন মালামাল চুরি হয়। শুক্রবার রাতে এসব চোরাইমাল পাশের ঘরের মোহাম্মদ কায়সারের ঘর থেকে উদ্ধার করা হয়। বিষয়টির সমাধান নিয়ে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সামাজিকভাবে একটি সালিসি বৈঠক বসে।
ওই বৈঠকের এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে আরিফুল ইসলাম দোভাষের গলায় ছুরিকাঘাত করেন কায়সার। ঘটনার পরপরই লোকজন আহত দোভাষকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ওই সময় স্থানীয় লোকজন ঘাতক কায়সারের ভগ্নিপতি মোহাম্মদ পারভেজকে আটক করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সিএমপি বন্দর জোনের এডিসি আরেফিন জুয়েল, র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ, কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইয়াসির আরাফাত ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন।