চট্টগ্রামে পুড়ল কেমিক্যালের গুদাম, আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম নগরের মাঝিরঘাট এলাকায় একটি কেমিক্যালের গুদামে ৯ অক্টোবর রাতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০টি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেস্টা চালিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে মাঝিরঘাট বাংলাবাজার এলাকার পান গলির কেমিক্যালের গুদামে আগুনের সূত্রপাত হয়।
ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নিউটন দাশ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'রাত সাড়ে আটটার দিকে খবর পেয়ে আগ্রাবাদ ও ইপিজেড ফায়ার স্টেশনের ১০টি গাড়ির ফায়ার ফাইটাররা আগুন নেভাতে কাজ শুরু করে। দেড় ঘণ্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।'
তিনি আরও বলেন, 'গুদামে সোডিয়াম সালফেট মজুত ছিল। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।'
অন্যদিকে, রাজধানীর পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন লাগা আগুনও নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।