চট্টগ্রামে নতুন করে ২২২ জনের করোনা শনাক্ত
চট্টগ্রামে নতুন করে ২২২ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। শুক্রবার ১২ জুন ২৪ ঘণ্টায় ৫টি ল্যাবে নমুনা পরীক্ষায় ৮৭৪ জনের নমুনা পরীক্ষায় ২২২ জনের করোনা পজিটিভ হয়। গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছে।
শনিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮ ১৫ জন।
১১ জুন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিলো ১০৬ জন। ১২ জুন ৫ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১১১ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৮টি নমুনা পরীক্ষায় ২৬ জন, বিআইটিআইডিতে ২২৫ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪৮টি নমুনা পরীক্ষায় ১৩৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ১২৩ জনের নমুনা পরীক্ষায় ১১ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
করোনাভাইরাস শনাক্ত হওয়া ২২২ জনের মধ্যে ১৬২ জন মহানগর এবং ৬০ জন চট্টগ্রামের ১৪টি উপজেলার বাসিন্দা। মারা যাওয়া ৫ জনের মধ্যে একজন চট্টগ্রাম মহানগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা।