চট্টগ্রামে জ্বর শ্বাসকষ্ট নিয়ে সহোদরের মৃত্যু
চট্টগ্রামে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে সাত ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু হয়েছে। তারা হলেন হাটহাজারী উপজেলার সদরের পূর্ব দেওয়ান নগর জোহরা বাপের বাড়ির গোলাম রসুলের ছেলে দুবাই প্রবাসী শাহ আলম ও তার ছোট ভাই হাটহাজারী বাজারের এন জহুর মার্কেটের আপন ফ্যাশনের সত্ত্বাধিকারী শাহজাহান।
গত শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
হাসপাতালে আইসিইউ বেড না পাওয়ায় বিনা চিকিৎসায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এদিকে, সাত ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের স্বজন সারওয়ার মোর্শেদ জানান, তিন-চারদিন আগে জ্বর-সর্দি নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হন দুই ভাই। এর মধ্যে শ্বাসকষ্ট দেখা দিলে তাদের আইসিইউতে রাখার পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু হাসপাতালে অনেক ধরনা দিয়েও আইসিইউ বেড মেলেনি। সেখানেই শুক্রবার বিকেল তিনটায় শাহ আলম ও রাত দশটায় শাহজাহান মারা যান।