চট্টগ্রামে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ১ জনের মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতঘরে আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পুড়ে যাওয়া লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত নুরুল আলম পশ্চিম গোমদন্ডী এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বোয়ালখালী স্টেশনের ২টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে।
বোয়ালখালী থানার পরিদর্শক হেলাল উদ্দিন বলেন, আগুন লাগা ঘরটি বেড়ার ছিলো। আগুন লাগার পর ঘরের অন্য সদস্যরা বের হতে পারলেও গৃহকর্তা আটকে পড়ে। পরে তার অঙ্গার হয়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি দিনমজুর। তার চার বছর বয়সী এক ছেলে সন্তান ও স্ত্রী রয়েছে।